আশুলিয়ায় লাশ পোড়ানো ঘটনায় গ্রেপ্তার হলেন পুলিশ কর্মকর্তা

ঢাকার সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বুধবার রাতে কক্সবাজার থেকে শাহিদুলকে গ্রেপ্তার করে ঢাকার শাহবাগ থানায় আনা হয়। বৃহস্পতিবার সকালে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ জানান, শাহিদুল কক্সবাজারে কর্মরত ছিলেন এবং সেখান থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। আশুলিয়া ও সাভার থানায় তাঁর বিরুদ্ধে লাশ পোড়ানোসহ আরও কয়েকটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন এই লাশ পোড়ানোর ঘটনা ঘটে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *