লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামে দুটি বিদেশি পিস্তলসহ মো. সোহেল নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। জানা গেছে, সোহেল ওই এলাকার মো. হারুনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, পূর্ব বিরোধের জেরে সোহেলসহ আরও দুজন ব্যক্তি আরিফ ও আলমগীর অটোরিকশা নিয়ে একই এলাকার বাসিন্দা তারেককে হুমকি দিতে আসেন। এ সময় তারা পিস্তল প্রদর্শন করে তারেককে গুলি করার হুমকি দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। এতে আরিফ ও আলমগীর পালিয়ে যেতে সক্ষম হলেও সোহেল জনতার হাতে আটক হয়। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্রসহ সোহেলকে আটক করেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছ জানান, আটককৃত যুবককে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে জনতা। তার কাছে অস্ত্রগুলো কিভাবে এসেছে তা এখনো স্পষ্ট নয়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Author

  • Anik Paul

    Hi, I’m Anik Paul, an engineering student and part of the team at News Orchid. We’re committed to delivering timely and accurate news across various fields to keep you informed and connected with current events that matter.

    View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *