চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যা করার পর মাকে জিম্মি করে রাখার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম জমির উদ্দিন চৌধুরী, যিনি মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকাণ্ড ঘটানোর পর জমির ঘরের দরজা বন্ধ করে তার মাকে ভেতরে অবরুদ্ধ করে রাখে। মায়ের দরজা খোলার চেষ্টায় তাকে ধারাল অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর অবরুদ্ধ মাকে উদ্ধার করেন এবং রাত ১০টার পর জমিরের স্ত্রী পিংকি খানম চৌধুরীর মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, জমির উদ্দিন মানসিক রোগে ভুগছিলেন এবং তাঁর তিনটি সন্তান রয়েছে, যাদের মধ্যে এক সন্তান মাত্র তিন মাস বয়সী। জমিরের ভাই রুবেল জানান, মানসিক রোগের কারণে জমির এ ধরনের একটি নৃশংস ঘটনার জন্ম দিয়েছে।