বাংলাদেশের মেধাবী ও পরিশ্রমী তরুণ প্রজন্মের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান অগমেডিক্স বাংলাদেশে বড় সাফল্য পেয়েছে। এই অর্জন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে, যা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহকে আরও বাড়িয়ে তুলছে।
অগমেডিক্সের বাংলাদেশ প্রধান রাশেদ মুজিব জানান, এই ইতিবাচক সাড়া বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করছে। সম্প্রতি কমিউর নামে আরেক বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান অগমেডিক্স অধিগ্রহণ করেছে। একীভূত হওয়ার পর কমিউর ও অগমেডিক্সের উর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করেন এবং স্থানীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সফর উপলক্ষে তারা একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন।
অগমেডিক্স বিগত ১০ বছর ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে, যা শুরু হয়েছিল মাত্র ৬০ জন কর্মী নিয়ে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাংলাদেশে কর্মী সংখ্যা প্রায় ১,৩০০ জন।
কমিউরের প্রধান ব্যবসা কর্মকর্তা হর্শ সোলানকি জানান, অধিগ্রহণের পর কমিউর বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনা করছে, যা উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তিনি বলেন, “সেবা প্রদানে আধুনিক এআই প্রযুক্তির প্রয়োগে এখন যুক্তরাষ্ট্রের বাজারে আগ্রহ আরও বৃদ্ধি পাবে।”
রাশেদ মুজিব জানান, যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ আগ্রহ বাংলাদেশের আইসিটি খাতকে আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশের তরুণদের মেধা ও পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, তাঁদের জন্য এই বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অগমেডিক্সের প্রতিষ্ঠাতা ও কমিউরের সিএসও ইয়ান শাকিল।