Site icon News Orchid 24

আগামীকালও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বিকেল ৫টার পর তাঁরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সরে যান।

দাবি আদায়ে আজ বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করে শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে রাখেন, ফলে মিরপুর সড়কসহ আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

আজকের কর্মসূচি শেষ করে আন্দোলনকারী মুখপাত্র আব্দুর রহমাস সাংবাদিকদের বলেন, “স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে আবারও সড়ক অবরোধ করা হবে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত শনিবার তাঁরা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন এবং দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সেই সময়সীমা পার হওয়ার পর আজ তাঁরা সড়কে নেমেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, যার মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রশাসনিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি নিরসনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি অতিরিক্ত সচিবের সভাপতিত্বে একটি কমিটি গঠন করেছে।

Author

Exit mobile version