সবকিছুই ঠিকঠাক ছিল—ভিসা, টিকিট। সংসারের অভাব মেটাতে সৌদি আরবে পাড়ি জমাবেন বলে আগামী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাবা-মা ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবেন এমনই ছিল মহিনের পরিকল্পনা। কিন্তু নিয়তি সবকিছু উল্টে দিলো। জীবিকার তাগিদে বিমান ধরার আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং গ্রামের মো. মহিন উদ্দিন (২৮)।
মহিন ছিলেন একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। পরিবারের অর্থনৈতিক দুরাবস্থা কাটাতে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই উদ্দেশ্যে সব প্রস্তুতি শেষও ছিল। বিদেশে যাওয়ার আগে পরিবারের জন্য রান্নাঘর মেরামতের কাজ করতে গিয়ে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তৎক্ষণাৎ তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ জানান, মহিনের অকাল মৃত্যুতে স্ত্রী ও ছোট দুই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা আকাশভাঙ্গা শোকের সাগরে ডুবে আছেন।