Site icon News Orchid 24

ট্রাম্পের সমাবেশে কমলা হ্যারিসকে ‘যৌনকর্মী’ ও ‘শয়তান’ বলে আক্রমণ

Kamala Harris attacked as 's*x worker' and 'devil' at Trump rally

image source: রয়টার্স

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে আক্রমণ করতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সহযোগীরা ক্রমাগত বর্ণবিদ্বেষী ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে চলেছেন

। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রবিবার রাতের এক জনসমাবেশে ট্রাম্প কমলাকে ‘ধ্বংসাত্মক মানুষ’ বলে সমালোচনা করেন, যিনি নাকি ‘নিজের পথে যা কিছু আসে সবই ধ্বংস করে ফেলেন।’

ট্রাম্পের বক্তৃতার আগে, তাঁর কিছু সহযোগীও মঞ্চে কমলার বিরুদ্ধে কটূক্তি করেন। পুয়ের্তো রিকোকে ‘ভাসমান বর্জ্যের দ্বীপ’ বলে অবমাননা করেন তাঁদের একজন। আরেকজন কমলা হ্যারিস সম্পর্কে বলেন, তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেছেন ‘যৌনকর্মী’ হিসেবে, যা মার্কিন রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সেই রাতে স্ট্যান্ড আপ কমেডিয়ান টনি হিঞ্চক্লিফও পুয়ের্তো রিকো নিয়ে একইভাবে তাচ্ছিল্য করেন।

ট্রাম্পের শৈশবের বন্ধু ডেভিড রেম, সমাবেশে কমলাকে ‘খ্রিস্টধর্মের বিরোধী’ ও ‘শয়তান’ হিসেবে উল্লেখ করেন। ব্যবসায়ী গ্রান্ট কারডন মন্তব্য করেন যে, কমলা এবং তাঁর ‘সহযোগীরা’ যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে।

এ ধরনের আক্রমণাত্মক মন্তব্যে রিপাবলিকান দলের অভ্যন্তরেও সমালোচনা শুরু হয়। ট্রাম্প পরে সমাবেশটিকে ‘ভালোবাসার উৎসব’ বলে উল্লেখ করলেও তাঁর মিত্রদের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি।

রবিবার রাতের এই দীর্ঘ সমাবেশে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন, যদিও এবারের নির্বাচনী প্রচারণায় তাঁকে খুব কম দেখা গেছে। এছাড়া ধনকুবের ইলন মাস্কও এই সমাবেশে উপস্থিত ছিলেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদিও ইতিমধ্যে অনেকেই আগাম ভোট দিয়ে ফেলেছেন। জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে যে এই নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

Author

Exit mobile version