বলিউড তারকা বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান ভুল ভুলাইয়া ৩ ছবির প্রচারে এসে মজার কোনোটাই বাদ দেননি। হাসি-ঠাট্টা আর দুর্দান্ত কমেডির মাধ্যমে দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন তারা। এদিন কালো চুড়িদার-কামিজ় ও বড় ঝোলা দুল পরে একেবারে দীপাবলির সাজে ছিলেন বিদ্যা। ওজনও অনেকটা কমিয়েছেন তিনি।
সোমবার কলকাতায় ‘ভুল ভুলাইয়া ৩’-এর প্রচারে গণমাধ্যমের সামনে হাজির হন বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান। বাংলায় শুরু করেই বললেন, “চলুন, শুরু করি।” বিদ্যার কলকাতার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে। ২০০৩ সালে গৌতম হালদারের ‘ভাল থেকো’ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার প্রথম পদক্ষেপ। সুজয় ঘোষের ‘কহানি’র শুটিংয়ের জন্যও দীর্ঘদিন কলকাতায় ছিলেন তিনি। সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার কারণে বিদ্যা কলকাতার পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত।
বিদ্যা বলেন, “কলকাতা আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমার সঙ্গী। এটি প্রতিবাদের শহর, কিন্তু এমন একটি ঘটনা কীভাবে ঘটল, বুঝতে পারলাম না।” ‘ভুলভুলাইয়া ৩’-এর গানে তার ও মাধুরী দীক্ষিতের যুগলবন্দি ইতিমধ্যে সাড়া ফেলেছে।
মাধুরীর সঙ্গে নাচের অভিজ্ঞতা নিয়ে বিদ্যা বলেন, “মাধুরী ম্যামের সঙ্গে নাচতে হবে শুনেই ভয় পেয়েছিলাম, তবে পরে বেশ উপভোগ করেছি।”
২০০৭ সালের ‘ভুলভুলাইয়া’ ছবিতে বিদ্যার মঞ্জুলিকা চরিত্র এখনও দর্শকদের মনে গেঁথে আছে। ভূত ও অশরীরীদের প্রতি নিজের বিশ্বাস সম্পর্কেও বিদ্যা বলেন, “আমি ভূত-প্রেতে বিশ্বাস করি, তবে যতক্ষণ তাদের দেখতে পাচ্ছি না, আমি খুশি।”
আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’। এই ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে বিদ্যার প্রথম কাজ। সহ-অভিনেতা সম্পর্কে বিদ্যা বলেন, “কার্তিক খুবই পরিশ্রমী। শুটিং থেকে ছবির প্রচার সবকিছুতেই পরিশ্রম করেছে।” বিদ্যার কাছ থেকে সামান্য বাংলাও শিখেছেন কার্তিক।
Source: আনন্দবাজার