Site icon News Orchid 24

আমি এখন সিঙ্গেল, মালাইকার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা অর্জুনের

অর্জুন মালাইকা সম্পর্ক

image source: prothomalo.com

প্রায় এক বছরের বেশি সময় ধরে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বলিউডের অন্দরমহলে। তাঁদের সম্পর্কের মধ্যে ফাটল ধরার সম্ভাবনা নিয়ে চলছিল নানা আলোচনা। তৃতীয় ব্যক্তির উপস্থিতির কথাও শোনা যাচ্ছিল তাঁদের সম্পর্কের টানাপোড়েনের কারণ হিসেবে। অবশেষে এই গুঞ্জনের সত্যতা সামনে এনেছেন অর্জুন নিজেই। আজ ঘোষণা দিয়েছেন, তিনি এখন সিঙ্গেল।

সম্প্রতি মুম্বাইয়ে রাজ ঠাকরের দেওয়ালি পার্টিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন, টাইগার শ্রফ ও পরিচালক রোহিত শেঠির সঙ্গে ছবির প্রচারণায় গিয়েছিলেন অর্জুন কাপুর। সেখানেই ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন অর্জুন। ‘আমি এখন সিঙ্গেল, রিলাক্স,’ বলে তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে চমকে দেন তিনি। এই মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে মালাইকার প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

অর্জুন-মালাইকার সম্পর্কের বয়স প্রায় ছয় বছর। ২০১৮ সালে মালাইকার ৪৫তম জন্মদিনে তাঁদের প্রেমের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে বহুবার সমালোচনা হলেও তাঁদের প্রেমের সম্পর্ক বজায় ছিল। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে বারবার গুঞ্জন উঠেছে, এবং অর্জুনের পরিবার থেকেও এই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল বলে শোনা যায়। বিশেষ করে, অর্জুনের বাবা বনি কাপুর নাকি বয়সে বড় এবং সন্তানসহ এক মাকে নিজের পরিবারের অংশ করতে রাজি ছিলেন না।

অর্জুনের এই মন্তব্যের পর তাঁদের সম্পর্ক সত্যিই ভেঙে গেছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও বলিউডের আলোচনায় এখন এই বিচ্ছেদ।

Author

  • Hi, I’m Anik Paul, an engineering student and part of the team at News Orchid. We’re committed to delivering timely and accurate news across various fields to keep you informed and connected with current events that matter.

    View all posts
Exit mobile version