রাজধানীর মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রী ফারহা দীবা (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ ও র্যাব-১১। গ্রেপ্তার করা হয়েছে মো. মিলন মিয়া (২৩), যিনি ওই বাসার সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন।
র্যাবের তথ্যমতে, নিহত ফারহা দীবা বাসায় একা ছিলেন। এই সুযোগে বাসার সিকিউরিটি গার্ড ও গাড়িচালক ১৫ ভরি সোনার গয়না এবং নগদ সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। ঘটনার পর ফারহা দীবাকে হত্যা করেন সিকিউরিটি গার্ড এবং গাড়িচালক।
সোমবার (২৮ অক্টোবর) রাতে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।
এই ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং তদন্তের পাশাপাশি সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি উঠেছে।