বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মুকুল হোসেন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুকুল হোসেন মারা যান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গড়েরবাড়ি গ্রামে মুকুল হোসেনের সঙ্গে ৮ শতাংশ জমি নিয়ে একই গ্রামের আনোয়ারুল মাস্টারের বিরোধ ছিল। মঙ্গলবার সকালে মুকুল বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মুকুলসহ মোট আটজন আহত হন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হলে মুকুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি আশিক ইকবাল আরও জানান, সংঘর্ষের পর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মেঘা মণ্ডল ও সবুজ মণ্ডল নামের দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে। নিহত মুকুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।