ভুটানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা মাঠে নেমেছিল জয়ের প্রত্যাশা নিয়ে, আর তাদের পারফরম্যান্সেও সেটাই প্রতিফলিত হয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী ফুটবলের প্রথম সেমিফাইনালে প্রথমার্ধেই জয় প্রায় নিশ্চিত করে নেয় তারা। শেষ পর্যন্ত বাংলাদেশের মেয়েরা ৭-১ ব্যবধানে ভুটানকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
প্রথমার্ধেই তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনার জোড়া গোলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তহুরা তার হ্যাটট্রিক পূর্ণ করেন এবং শিউলি আজিম দলের হয়ে আরও একটি গোল করেন। সেমিফাইনালের মতো বড় ম্যাচে ৭-১ ব্যবধানে এই জয় ছিল বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ সাফল্য।
২০১৬ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে বাংলাদেশের মেয়েরা ভারতের কাছে হারলেও, ২০২২ সালে নেপালকে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয় করে। এবার শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে নেপাল-ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।
খেলার শুরুতেই বাংলাদেশের গোল উৎসবের সূচনা করেন ঋতুপর্ণা চাকমা। এরপর একের পর এক গোল আসে তহুরা ও সাবিনার পা থেকে। তহুরার তিনটি গোলই ছিল চোখধাঁধানো, বক্সের বাইরে থেকে করা শটে। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের নিয়েও বাংলাদেশ একাধিক গোল করে, যা তাদের শক্তিমত্তারই প্রমাণ।
ভুটান তাদের সেরা ফর্মে থাকলেও শক্তিশালী বাংলাদেশের সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে পারেনি। এভাবে জয় নিশ্চিত করার পর বাংলাদেশ কোচ বেঞ্চের খেলোয়াড়দেরও খেলানোর সুযোগ নেন।