ইউআইইউতে উদ্বোধন হলো ‘হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব’

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে আজ শনিবার ‘রোল অব স্মার্ট গ্রিড ইন দ্য ফিউচার পাওয়ার সিস্টেম’ শীর্ষক সেমিনার এবং ‘হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউআইইউ সেন্টার ফর এনার্জি রিসার্চ (সিইআর) এবং হুয়াওয়ে বাংলাদেশের সহযোগিতায় এ উদ্যোগটি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান অধ্যাপক এম রিজওয়ান খান। ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

হুয়াওয়ের অর্থায়নে প্রতিষ্ঠিত এই ল্যাবটির উদ্দেশ্য হলো টেকসই উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নে সহায়তা করা। এতে নবায়নযোগ্য শক্তি টেকনোলজি, গবেষণা, ডিজিটাল শক্তি ও স্মার্ট এনার্জি সলিউশনের মতো বিষয়ক কোর্স ও প্রশিক্ষণ আয়োজন করা হবে। এই ল্যাব বাংলাদেশে প্রথম, যেখানে নবায়নযোগ্য শক্তি সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

প্রধান অতিথি মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “স্মার্ট কাজের জন্য আমাদের নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিতে হবে। এটি বর্তমান জ্বালানি ব্যবস্থায় ২০ শতাংশ ব্যয় কমাতে সহায়তা করে। এই ল্যাব আমাদের নবায়নযোগ্য জ্বালানি খাতকে টেকসই উন্নয়নে সহায়তা করবে।”

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “ইউআইইউতে ইএসএস সিস্টেমসহ সৌর ল্যাব উদ্বোধন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা চীন ও বাংলাদেশের অংশীদারত্বের মাইলফলক।”

ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিয়া বলেন, “হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ অ্যাডভান্স সোলার ল্যাব নবায়নযোগ্য শক্তি ও টেকসই উন্নয়নে প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও প্যান জুনফেংসহ শিক্ষক-শিক্ষিকা, গবেষক, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Authors

  • Anik Paul

    Hi, I’m Anik Paul, an engineering student and part of the team at News Orchid. We’re committed to delivering timely and accurate news across various fields to keep you informed and connected with current events that matter.

    View all posts
  • Md Shohanuzzaman

    Md. Shohanuzzaman Author & Developer at News Orchid 24With a passion for delivering accurate news and insights, Md. Shohanuzzaman is the driving force behind News Orchid 24. As both an author and developer, Shohanuzzaman is dedicated to creating a user-friendly, informative platform where readers can stay updated on key events and trends. His expertise combines content creation with technical proficiency, ensuring News Orchid 24 maintains its commitment to quality and accessibility.

    View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *