ডলারের বিপরীতে ভারতীয় রুপির ইতিহাসের সর্বনিম্ন দরপতন

আজ শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আরও ৫ পয়সা কমেছে, ফলে প্রতি ডলারের মূল্য ৮৪ দশমিক ৩৭ রুপি হয়ে দাঁড়িয়েছে। এটি ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন দর। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতের বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা জানান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গত মাসে নীতি সুদহার ০.৫০ শতাংশ কমানোর ঘোষণা দিয়ে বৈশ্বিক অর্থনীতি ও মুদ্রাবাজারে পরিবর্তন এনেছে। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক–কর ও বাণিজ্যনীতি বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, যার ফলে রুপির মানে বড় ধরনের ওঠানামা শুরু হয়েছে।

আজ শুক্রবার সকালে আন্তব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম ছিল ৮৪ দশমিক ৩২ রুপি, পরে তা ৫ পয়সা বেড়ে ৮৪ দশমিক ৩৭ রুপি হয়। গতকাল বৃহস্পতিবারও রুপি ১ পয়সা দর হারিয়েছিল। মঙ্গলবার, ৮৪ দশমিক ১২ রুপি ছিল প্রতি ডলারের বিনিময়মূল্য।

সিআর ফরেক্স অ্যাডভাইজারসের ব্যবস্থাপনা পরিচালক অমিত পবড়ি বলেন, “বর্তমান পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) পদক্ষেপ এবং বাজারের প্রতিক্রিয়া লক্ষ্য করার বিষয় হবে। যে প্রতিষ্ঠানগুলো দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে, তারা লাভবান হবে।”

ভারতীয় মুদ্রার ধারাবাহিক দরপতন নিয়ে চিন্তিত ভারতের নীতিনির্ধারক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে, ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা ব্যাপক পরিমাণ অর্থ তুলে নেয়ার কারণে রুপি দুর্বল হচ্ছে। আরও কিছুদিন অস্থিরতা চলতে থাকলে ডলারের বিপরীতে রুপির আরো পতন ঘটতে পারে।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসের দ্বিতীয় সপ্তাহে রুপি ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। ১১ অক্টোবর প্রথমবারের মতো রুপি ৮৪ রুপি ছাড়িয়ে যায়। এর আগে ১২ সেপ্টেম্বর রুপি ৮৩ দশমিক ৯৯ রুপি হয়েছিল, কিন্তু কিছুদিন রুপি শক্তিশালী হতে দেখা গেলেও শেয়ারবাজারে পতনের কারণে আবার রুপি দুর্বল হয়ে পড়েছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *