পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল কটন ফিল্ড বিডি লিমিটেড

দেশের নতুন পরিবেশবান্ধব কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘কটন ফিল্ড বিডি লিমিটেড’। এই কারখানাটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ‘লিড প্লাটিনাম’ সনদ অর্জন করেছে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ নিয়ে বাংলাদেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৩০টিতে। এর মধ্যে প্লাটিনাম সনদ পেয়েছে ৯১টি, গোল্ড সনদ পেয়েছে ১২৪টি, সিলভার সনদ পেয়েছে ১০টি এবং সার্টিফায়েড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে ৪টি। বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০ লিড-সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৬২টি কারখানা বাংলাদেশের।

২০২৪ সালে এ পর্যন্ত বাংলাদেশে ২৪টি কারখানা পরিবেশবান্ধব স্বীকৃতি পেয়েছে, যা গত বছরের ২৪টি ও ২০২২ সালের ৩০টির তুলনায় উল্লেখযোগ্য। প্রথমবার ২০১১ সালে দেশের ২টি কারখানা লিড সনদ পায়।

পরিবেশবান্ধব সনদ হিসেবে পরিচিত এই লিড সনদের পূর্ণ রূপ হলো ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’। লিড সনদ পাওয়ার জন্য কারখানাগুলোকে বিভিন্ন পর্যায়ে বিশেষ মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০ বা তার বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।

বিশ্বের বিভিন্ন দেশ পরিবেশবান্ধব কারখানা স্থাপনার জন্য এ ধরনের সনদ প্রদান করে। ইউএসজিবিসি ১৯৯৩ সাল থেকে এই সনদ দিয়ে আসছে, যা পরিবেশ রক্ষা ও টেকসই উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *