চাপাতি হাতে ৮–১০ জন সন্ত্রাসী এলোপাতাড়ি কোপাচ্ছে একজন ব্যবসায়ীকে। আহত ব্যক্তি চিৎকার করে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। এমন একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বিপণিবিতান মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলার শিকার ব্যক্তির নাম এহতেশামুল হক। তিনি মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার পেছনের কারণ:
মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির নেতারা অভিযোগ করেছেন, ইমন গ্রুপের সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে এহতেশামুল হকের ওপর চাপাতি নিয়ে হামলা চালিয়েছে।
ব্যবসায়ী ওয়াহিদুল হাসান বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি থেকে বেরিয়ে সড়কে এলে সন্ত্রাসীরা এহতেশামুলকে রাস্তায় ফেলে চাপাতি দিয়ে কোপাতে শুরু করে। এরপর সন্ত্রাসীরা তাঁর (ওয়াহিদুল) গাড়ির ওপরও হামলা চালায় এবং গাড়ির কাচ ভেঙে ফেলে।
ওয়াহিদুল আরও অভিযোগ করেন, গত ২২ ডিসেম্বর ইমন গ্রুপের সদস্যরা এহতেশামুল এবং তাঁর কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। চাঁদা না দেওয়ায় এ নৃশংস হামলা চালানো হয়েছে।
মানববন্ধন ও নিরাপত্তাহীনতার অভিযোগ:
শনিবার দুপুরে বৃহত্তর এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা মানববন্ধন করেন। তাঁরা ব্যবসায়ী এহতেশামুল হকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইমন গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। এ ঘটনায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে তদন্ত অব্যাহত রয়েছে।”
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, “মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির নেতা এহতেশামুল হকের ওপর হামলার পেছনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে চাঁদাবাজি বা ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”