Site icon News Orchid 24

ঢাকার সীমান্ত সম্ভারে সোনার দোকানে চুরির ঘটনায় ৫০ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩

image source:prothomalo.com

রাজধানীর ধানমন্ডি এলাকায় সীমান্ত সম্ভার শপিং মলে সোনার গয়নার দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, গতকাল শনিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার একটি সোনার গয়নার দোকান থেকে চুরি হওয়া ৫০ ভরি সোনা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান।

চুরির ঘটনা:
ডিবি জানিয়েছে, গত ৩ জানুয়ারি দুপুর একটার দিকে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের ওই সোনার দোকানে শাটার কেটে মাত্র ৮ মিনিটের মধ্যে চক্রটি ১৫৯ ভরি সোনা চুরি করে পালিয়ে যায়। দোকানের মালিক এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করেন।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। চুরির ঘটনায় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এ কাজে ৮ থেকে ৯ জনের একটি দল অংশ নেয়।

পুলিশের অভিযান:
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “এই চুরির ঘটনাটি খুবই পরিকল্পিত। আমরা চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় উদ্ধার হওয়া সোনা মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Author

  • Hi, I’m Anik Paul, an engineering student and part of the team at News Orchid. We’re committed to delivering timely and accurate news across various fields to keep you informed and connected with current events that matter.

    View all posts
Exit mobile version