Site icon News Orchid 24

আরাকান আর্মির হাতে ২০ বাংলাদেশি জেলে আটক

image source: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) ১৫টি নৌকার ২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে। আটককৃতরা টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে মিয়ানমারের রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকার সংলগ্ন নাফ নদ থেকে তাদের আটক করে আরাকান আর্মি। এরপর তাদের মিয়ানমারের রাখাইন রাজ্যের পাতেঞ্জা এলাকায় নিয়ে যাওয়া হয়।

শাহপরীর দ্বীপের স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, ওই বিকেলে জেলেরা ১৩টি হস্তচালিত ও দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে বিহিঙ্গি জাল নিয়ে মাছ ধরছিলেন। এ সময় নাইক্ষ্যংদিয়া থেকে আসা একটি সশস্ত্র দল তাদের আটক করে। তবে নৌকা ও জালগুলো নদীতেই ফেলে রেখে যায় তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে যে ২০ জন জেলেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং জেলেদের উদ্ধারে ইতিমধ্যে বিজিবি কার্যক্রম শুরু করেছে।কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) ১৫টি নৌকার ২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে। আটককৃতরা টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে মিয়ানমারের রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকার সংলগ্ন নাফ নদ থেকে তাদের আটক করে আরাকান আর্মি। এরপর তাদের মিয়ানমারের রাখাইন রাজ্যের পাতেঞ্জা এলাকায় নিয়ে যাওয়া হয়।

শাহপরীর দ্বীপের স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, ওই বিকেলে জেলেরা ১৩টি হস্তচালিত ও দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে বিহিঙ্গি জাল নিয়ে মাছ ধরছিলেন। এ সময় নাইক্ষ্যংদিয়া থেকে আসা একটি সশস্ত্র দল তাদের আটক করে। তবে নৌকা ও জালগুলো নদীতেই ফেলে রেখে যায় তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে যে ২০ জন জেলেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং জেলেদের উদ্ধারে ইতিমধ্যে বিজিবি কার্যক্রম শুরু করেছে।

Author

Exit mobile version